কানপুর টেস্টের (Kanpur Test) চতুর্থ দিন ২৩৪ রানে ডিক্লেয়ার ঘোষণা করল টিম ইন্ডিয়া। নিউজিল্যান্ডকে (New Zealand) ২৮৪ রানের টার্গেট দিল রাহানে ব্রিগেড।
কানপুর টেস্টে দ্বিতীয় ইনিংসে ৪৯ রানের লিড নিয়ে ব্যাট করতে নামে টিম ইন্ডিয়া। প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে অভিষেক টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি ও হাফসেঞ্চুরি করলেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। ৬৫ রান করেন তিনি। ৬১ রান করে অপরাজিত ছিলেন বাংলার ব্যাটস্যান ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha)। রবিচন্দ্রন অশ্বিন ও অক্ষর প্যাটেলও শেষদিকে স্কোরবোর্ডে রান যোগ করেন।
কানপুরের গ্রীনপার্কে প্রথম ইনিংসে ৩৪৫ রান করে ভারত। হাফসেঞ্চুরি করেন শুভমান গিল ও রবীন্দ্র জাদেজা। সেঞ্চুরি করেন শ্রেয়স আয়ার। পাঁচ উইকেট তুলে নেন কিউয়ি বোলার টিম সাউদি। জবাবে ব্যাট করতে নেমে ২৯৬ রানেই অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড।