করোনাভাইরাসের (Coronavirus) নতুন প্রজাতির (Omicron) সন্ধান পাওয়ার পরেই আর্ন্তজাতিক উড়ান নিয়ে নতুন নির্দেশিকা জারি করল ভারত সরকার। আগামী পয়লা ডিসেম্বর থেকে ওই নির্দেশিকা কার্যকরী হবে।
নির্দেশিকা অনুযায়ী, বিমানে ওঠার আগে যাত্রীদের ভারত সরকারের(Government of India) এয়ার সুবিধা পোর্টালে গত দু'সপ্তাহে তাঁরা কোন কোন জায়গায় গিয়েছেন (Travel history), তা জানাতে হবে। এটি যাত্রীদের সেলফ ডিক্লেয়ারেশন ফর্মের অর্ন্তগত।
আরো পড়ুন, কেপটাউন থেকে ফিরেই করোনা পজিটিভ, থানেবাসীর শরীরে পাওয়া গেল ওমিক্রনের উপস্থিতি
বিমানে ওঠার সর্বোচ্চ ৭২ ঘণ্টা আগে RT-PCR টেস্ট করাতে হবে। সেই রিপোর্ট জমা দিতে হবে।
যাঁরা ট্র্যাভেল হিস্ট্রি এবং আরটি-পিসিআর রিপোর্ট জমা দেবেন, কেবল তাঁদেরই বিমানে উঠতে দিতে পারবে বিমানসংস্থাগুলি।
আর্ন্তজাতিক বিমান থেকে ভারতে নামার পর সব যাত্রীর থার্মাল স্ক্রিনিং হবে। যাঁরা সিম্পটমেটিক, তাঁদের আইসোলেশনে পাঠিয়ে চিকিৎসা শুরু হবে।
যে দেশগুলি ভারত সরকারের 'বিপজ্জনক' তালিকায় রয়েছে, সেখান থেকে আসা যাত্রীদের করোনা পরীক্ষার জন্য স্যাম্পল জমা দিতে হবে বিমানবন্দরেই। নেগেটিভ হলেও সাতদিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। অষ্টম দিনে হবে ফের পরীক্ষা।
কোনও যাত্রীর করোনা পরীক্ষার ফল পজিটিভ হলে স্যাম্পল জিনোম সিকোয়েন্সিং-এর জন্য পাঠানো হবে।