বুধবার দেশে ফের বাড়ল দৈনিক করোনা সংক্রমণ । কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের (Health Ministry) রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে কোভিডে আক্রান্ত (Covid Affected) হলেন ৮,৪৩৯ জন । মৃত্যু(Death) হয়েছে ১৯৫ জনের ।
স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৯,৫২৫ । এখনও পর্যন্ত দেশে করোনা থেকে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৩ কোটি ৪০ লাখ ৮৯ হাজার ১৩৭ । দেশে সক্রিয় কোভিড রোগীর(Active Covid Cases) সংখ্যা ৯৩ হাজার ৭৩৩ জন ।
আরও পড়ুন, Omicron Variant: মহারাষ্ট্রে নতুন করে ওমিক্রনে আক্রান্ত হলেন ২ জন, দেশে মোট আক্রান্তের সংখ্যা ২৩
বর্তমানে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৬ লাখ ৫৬ হাজার ৮২২ । এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লাখ ৭৩ হাজার ৯৫২ জনের । মোট ভ্যাকসিনেশন হয়েছে ১২৯.৫ কোটি দেশবাসীর ।