রাশিয়ার সিঙ্গল ডোজ করোনা টিকা স্পুটনিক লাইট ভারতেও উৎপাদিত হচ্ছে । তবে এই টিকা এখনও দেশে জরুরিকালীন ভিত্তিতে প্রয়োগের অনুমোদন দেয়নি কেন্দ্র । তবে বিদেশে রফতানির অনুমোদন পেয়ে গিয়েছে স্পুটনিক লাইটের সিঙ্গল ডোজ । দেশে তৈরি স্পুটনিক লাইট ভ্যাকসিন এবার রাশিয়াতেই রফতানি করতে চলেছে ভারত ।
ভারতীয় ওষুধ প্রস্তুতকারী সংস্থা হেটেরো বায়োফার্মা লিমিটেডকে এই টিকার ৪০ লাখ ডোজ বিদেশে রফতানির অনুমোদন দেওয়া হয়েছে । জানা গিয়েছে, রাশিয়ার অ্যাম্বাসাডর নিকোলাস কুদাশেভ ভারত সরকারের কাছে রাশিয়ায় স্পুটনিক লাইট রফতানির আবেদন জানিয়েছিলেন । এরপরই এই সিঙ্গল ডোজ ভ্যাকসিন রাশিয়ায় রফতানির অনুমতি দিয়েছে কেন্দ্র ।
কয়েক মাস আগেই ভারতে জরুরি ভিত্তিতে টিকা প্রয়োগের অনুমোদন পেয়েছে রাশিয়ার তৈরি স্পুটনিক ভি । ২১ দিনের ব্যবধানে এর দুটি ডোজ দিতে হয় । তবে স্পুটনিক লাইটের বিশেষত্ব হল, একবারই টিকা নিতে হবে । দুটো টিকার প্রয়োজন নেই ।