আফগানিস্তান নিয়ে একসঙ্গে কাজ করবে ভারত (India) ও আমেরিকা (US)। রাষ্ট্রপুঞ্জের (UN) সঙ্গে আলোচনার মাধ্যমে পদক্ষেপ করা হবে। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S JayShankar) ও আমেরিকার মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেনের (Anthony Blinken) মধ্যে আলোচনার পর এক বিবৃতিতে এমনটাই জানানো হয়েছে দুই দেশের তরফে। শনিবার ব্লিঙ্কেন ও জয়শঙ্করের মধ্যে কথা হয়। আলোচনার মূল বিষয়বস্তু ছিল আফগানিস্তান (Afghanistan)।
মার্কিন আধিকারিক নেড প্রিন্স এক বিবৃতিতে জানিয়েছেন, ‘ব্লিঙ্কেনের সঙ্গে ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্করের কথা হয়েছে। আফগানিস্তান নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি, ভারত-আমেরিকার সম্পর্ক নিয়েও কথা হয়েছে। এ দিকে, এয়ারলিফট করে উদ্ধারকাজ চালানোর শেষ দিন ধার্য হয়েছে ৩১ অগস্ট। ভারতের তরফে জানানো হয়েছে, আফগানিস্তানে ঠিক কতজন আটকে রয়েছে, সেই সংখ্যা অজানা। তবে যতজন ভারতীয় ফিরতে চেয়েছিলেন, তাঁদের প্রত্যেককে ফেরানো সম্ভব হয়েছে বলেই মনে করছে ভারত।