নেপালকে ৩-০ গোলে হারিয়ে সাফ কাপ চ্যাম্পিয়ন হল ভারত৷ টুর্নামেন্টের শুরুটা ভাল না হলেও শেষ পর্যন্ত কোচ ইগর স্টিমাচের মুখরক্ষা করলেন সুনীল ছেত্রীরা।
শনিবার সাফ কাপের ফাইনালে ৩-০ গোলে নেপালকে (Nepal) উড়িয়ে দিল সুনীল ছেত্রীর (Sunil Chhetri) দল। সুনীল ছেত্রী, সুরেশ সিংয়ের পর একেবারে শেষ মুহর্তে গোল করে ব্যবধান বাড়িয়ে নেন সাহাল আব্দুল সামাদ। এই জয়ের সঙ্গে অষ্টমবার সাফ কাপ জিতল 'মেন ইন ব্লু' ব্রিগেড। এর আগে ভারত সাফ চ্যাম্পিয়ন হয় ১৯৯৩, ১৯৯৭, ১৯৯৯, ২০০৫, ২০০৯, ২০১১ ও ২০১৫ সালে। রানার্স হয় ১৯৯৫, ২০০৮, ২০১৩ ও ২০১৮ সালে।
গোলশূন্যভাবেই শেষ হয় প্রথমার্ধের খেলা। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতেই অন্য ভারতকে দেখা গেল। ৪৯ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন সুনীল। একই সঙ্গে আন্তর্জাতিক মঞ্চে ৮০টি গোল করে লিওনেল মেসিকে ছুঁয়ে ফেললেন ভারত অধিনায়ক।
৫০ মিনিটে ফের ব্যবধান বাড়িয়ে নেয় ভারত। এ বার গোল করলেন সুরেশ। ৯১ মিনিটে নেপালের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন 'সুপার সাব' সাহাল আব্দুল সামাদ। ফলে ৩-০ ব্যবধানে নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপ জিতল ভারত।