শুনতে অবিশ্বাস্য লাগলেও সত্যি। Better.com-এর CEO বিশাল গর্গ(Vishal Garg) কোম্পানির ৯০০ জন কর্মীকে মাত্র তিন মিনিটের জুম কলে(Zoom Call) বরখাস্ত করলেন।
এই মার্কিন-ভারতীয় CEO জানিয়েছেন, কর্মক্ষমতা এবং উৎপাদনশীলতার মতো বিষয়গুলিকে মাথায় রেখেই এই ব্যাপক ছাঁটাইয়ের সিদ্ধান্ত। প্রায় ১৫ শতাংশ কর্মচারীকে বরখাস্ত করা হয়।
বিশাল গর্গ(Vishal Garg) জুম কলে(Zoom Call) তাঁর নিউ ইয়র্কের সংস্থার কর্মীদের বলেছিলেন, "এটা এমন কোনও খবর নয় যা আপনি শুনতে চান। আপনি যদি এই কলে থাকেন, তবে আপনি সেই দুর্ভাগ্যবান দলের অংশ যাঁদের ছাঁটাই করা হচ্ছে। এখন থেকে আপনাদের কর্মসংস্থান অবিলম্বে বাতিল করা হল।"
আরও পড়ুন- Income Tax: প্রতিদিন জমা পড়া আয়করের পরিমাণে রেকর্ড, আয়কর জমা দেওয়ার শেষ তারিখ ৩১ ডিসেম্বর
তিনি উল্লেখ করেছেন যে, এই ধরনের সিদ্ধান্ত তাঁর কেরিয়ারে দ্বিতীয়বার নিলেন তিনি।