বৃহস্পতিবার ভারতে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে 'স্পাইডার-ম্যান : নো ওয়ে ফর হোম' (Spider-Man: No Way Home) । কিন্তু মুক্তির আগেই ভারতে সমস্ত রেকর্ড ভেঙে দিল এই মার্ভেল ছবিটি ।
বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শের(Taran Adarsh) টুইট অনুযায়ী, টম হল্যান্ড(Tom Holand) এবং জেন্ডায়া অভিনীত ছবির একটি টিকিটের জন্য ২২০০ টাকা পর্যন্ত খরচ করছে ভারতে স্পাইডার-ম্যান-এর অনুরাগীরা ৷
'স্পাইডার-ম্যান: নো ওয়ে ফর হোম'-এর আগাম বুকিং ১২ ডিসেম্বর থেকে শুরু হয়েছে । ইতিমধ্যেই টিকিট বিক্রির ক্ষেত্রে ভালো সাড়া পাওয়া গিয়েছে । ছবিটি বিশ্বব্যাপী মুক্তির একদিন আগে ১৬ ডিসেম্বর, বৃহস্পতিবার ভারতে মুক্তি পাচ্ছে ।
শুধু তাই নয়, দর্শকদের জন্য আরও একটা চমক রেখেছে নির্মাতারা । যদি আপনাকে বৃহস্পতিবার সকালে কাজে যেতে হয়, তাহলে চিন্তা করবেন না । মুম্বইয়ে এই সিনেমার সময় ভোর ৪টে থেকে শুরু হচ্ছে । অন্যদিকে, ভোর পাঁচটা থেকে শুরু হচ্ছে থানেতে ।
আরও পড়ুন, Netflix plans get cheaper: OTT-প্রেমীদের জন্য সুখবর, ভারতে কমছে নেটফ্লিক্সের সমস্ত প্ল্যানের দাম
'স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম'-এর ট্রেলার ইতিমধ্যেই দর্শকদের নজর কেড়েছে । ৩ মিনিট ৪ সেকেণ্ডের ট্রেলার জুড়ে রয়েছে জীবনের ওঠাপড়া ও অস্তিত্বরক্ষার গল্প । ট্রেলারের শেষে দেখা গিয়েছে ড. অক্টোপাসকেও । ড. অক্টোপাস-এর চরিত্রে অভিনয় করছেন অ্যালফ্রেড মেলিনা । এছাড়াও রয়েছে উইলেম ড্যাফোয়ের গ্রিন গবলিন ।