বুধবার মালদ্বীপের বিরুদ্ধে ভারতের দুরন্ত জয়ের দিনেই রেকর্ড গড়লেন সুনীল ছেত্রী। গোলের নিরিখে টপকে গেলেন ফুটবল সম্রাট পেলেকে। বুধবারেই ভারত মালদ্বীপকে হারিয়ে পৌছে গেল সাফ কাপের ফাইনালে।
বুধবার প্রথম থেকেই ম্যাচের রাশ ছিল ভারতের হাতে। ৩৩ মিনিটে প্রথম গোল করেন ভারতের মানভীর সিং। এরপর মালদ্বীপের পক্ষে ৪৫ মিনিটে শোধ করেন আলি আশফাক। এরপর ম্যাচের ৬২ এবং ৭১ মিনিটে পরপর গোল করে ভারতকে এগিয়ে দেন অধিনায়ক সুনীল ছেত্রী।
ম্যাচের ৬২ মিনিটে করা গোলেই সুনীল টপকে যান পেলেকে। ব্রাজিলিয়ান তারকা ফুটবলার পেলের আন্তর্জাতিক মঞ্চে ৭৭টি গোলের রেকর্ড রয়েছে। তাঁকে টপকে গিয়ে এই মুহূর্তে সুনীল ছেত্রীর গোল সংখ্যা দাঁড়াল ৭৯ তে। এর পাশাপাশি আন্তর্জাতিক মঞ্চে সর্বকালের করা গোলের নিরিখে ষষ্ঠ স্থানে পৌঁছে গেলেন।
আন্তর্জাতিক ফুটবল মঞ্চে গোলের নিরিখে এই মুহূর্তে প্রথম স্থানে রয়েছেন পর্তুগাল সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনাল্ডো (১১৫টি গোল) এবং দ্বিতীয় স্থানে রয়েছেন আর্জেন্টিনীয় তারকা লিওনেল মেসি (৮০টি গোল)।