Railway Platform Ticket Price: দীর্ঘদিন পর আবার পুরোনো ছন্দে ফিরেছে ভারতীয় রেল (Indian Railway)। করোনা(Corona) অতিমারীকে অতিক্রম করেই আবার ঘুরেছে রেলের চাকা। এবার কমলো প্ল্যাটফর্ম টিকিটের (Platform Tickets) দাম। ৩০টাকা থেকে দাম কমে হয়েছে ১০টাকা।
গতবছর ভারতে করোনা অতিমারীর (Covid-19) দাপটে স্টেশনে ভিড় কমানোর জন্য বাড়ানো হয়েছিল প্ল্যাটফর্ম টিকিটের (Platform Tickets) দাম। একলাফে ১০টাকা থেকে ৩০টাকা হয়ে দাঁড়ায় প্ল্যাটফর্ম টিকিট। ফলে অসুবিধায় পড়েছিলেন সাধারণ মানুষ। আর এবার করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতেই সাধারণ মানুষের ধরাছোঁয়ার মধ্যে এল প্ল্যাটফর্ম টিকিটের দাম।
আরও পড়ুন- India Covid Update: গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ১০,৫৪৯, মৃত্যু হয়েছে ৪৮৮ জনের
মার্চ মাসেই করোনা(Coronavirus) পরিস্থিতিতে স্টেশন চত্বর এবং ট্রেনে ভিড় রুখতেই টিকিটের দাম বাড়ানোর কথা জানিয়েছিল ভারতীয় রেল(Indian Raiway)। যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে রেলমন্ত্রকের বৈঠকে ওই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানানো হয়েছিল।