আলাস্কায় ১৫ দিনের যৌথ প্রশিক্ষণ করল ভারত ও আমেরিকার সেনাবাহিনী। দুই দেশের পক্ষ থেকে ৩০০ জন করে সেনা এই প্রশিক্ষণে অংশ নেন। আইস ব্রেকিং সেশনের সঙ্গে হল কবাডি ও ভলিবল ম্যাচও।
দুই দেশের অধিকাংশ সীমানা তুষারাবৃত। নিরাপত্তার জন্য বরফের মধ্যেই বাস করতে হয় দুই দেশের সেনাবাহিনীকেই। তুষারাবৃত প্রান্তরে আত্মরক্ষা ও টিকে থাকার লড়াই সহজ বিষয় নয়। তাই প্রয়োজন বিভিন্ন প্রশিক্ষণের। আলাস্কায় আমেরিকান সেনাবাহিনীর সঙ্গে যৌথ প্রশিক্ষণে অংশ নিল ভারতীয় সেনাবাহিনী।
ভারত-আমেরিকার যৌথ প্রশিক্ষণের নাম দেওয়া হয়েছে 'যুদ্ধ অভ্যাস'। ১৫ দিন ধরে দুই দেশের সেনাবাহিনীর এই যৌথ প্রশিক্ষণ ছিল। আইস ব্রেকিং সেশন, কবাডি, ভলিবল ম্যাচের সঙ্গে স্নো-বল ফাইটে অংশ নেন দুই সেনাবাহিনী।