কে বলে নায়িকাদের চলন বলন, ঠাট বাঁট আলাদা? পুজোর আগে গড়িয়াহাটের ফুট থেকেই বাজার করলেন অভিনেত্রী ইন্দ্রাণী হালদার।
নামী দোকান নয়, পুজোর কেনাকাটার জন্য ইন্দ্রাণী বেছে নিলেন রাস্তার ওপরের একবারে আটপৌরে দোকান। ভেবেছিলেন মাস্ক পরলে কেউ চিনবেই না। তা আর হল কই? ফুটপাথের বিক্রেতাদের কাছ থেকে 'দিদ' 'দিদি' ডাক শুনে কাউকেই ফেরাননি অভিনেত্রী।
পাঁচটা দোকান থেকে পাঁচটা আলাদা শাড়ি কিনেছেন, তার কিছু নিজে পরবেন, কয়েকটা আবার শ্রীময়ীর সেটে পরবেন। নতুন শাড়ির গুণগত মানেরও খুব প্রসংশা করলেন অভিনেত্রী।