মুম্বই- হায়দ্রাবাদ ম্যাচের আগে সতর্ক দু-পক্ষই। প্রতিটি টিমই আগের ম্যাচে জিতেছে, ফলে আত্মবিশ্বাসী রোহিত শর্মা, কেন উইলিয়ামসনরা।
আগের ম্যাচেই রাজস্থান রয়্যালসকে কার্যত দুরমুশ করেছে রোহিতের ছেলেরা। ২০ ওভার শেষে ৯ উইকেট খুইয়ে ধুঁকতে ধুঁকতে মাত্র ৯০ রানে আটকে যায় সঞ্জু স্যামসনের দল। জবাবে ২ উইকেট হারিয়ে হেলায় সেই রান তোলে মুম্বই। অন্যদিকে সানরাইজার্স হায়দ্রাবাদ হাড্ডাহাড্ডি লড়ে মাত্র ৪ রানে জয় ছিনিয়ে নেয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের থেকে।
একদিকে মুম্বইয়ের বোলিং শক্তিতে বুমরাহ-কাউল্টার নাইল-নিশাম জুটি, অন্যদিকে রোহিত শর্মাকে যোগ্য সঙ্গত দেওয়ার মতো প্রতিভার অভাব নেই ব্যাটিং লাইনে। আবার সানরাইজার্সের টিমও হেলাফেলার নয়। ব্যাটিংয়ে ওয়ার্নার-রয়-উইলিয়ামসন জুটি, এবং অন্যদিকে রশিদ খানের ঘূর্ণি স্পিন সমীহ আদায় করে নেয় যেকোনো টিমের।
আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। রুদ্ধশ্বাস কয়েক ঘন্টা। তারপরেই বোঝা যাবে কোন টিমের পাল্লা ভারি।