বৃহস্পতিবার সকাল থেকে কলকাতার আকাশ পরিষ্কার থাকলেও রোদের তেমন তেজ নেই। আবহাওয়া (Weather) দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন তাপমাত্রা নিম্নমুখী থাকবে। বুধবারের থেকে বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ১ ডিগ্রির মতো কমেছে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯. ৭ ডিগ্রি সেলসিয়াস। পানাগড়, শান্তিনিকেতনের সকাল ছিল ঘন কুয়াশার চাদরে মোড়া।
আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলছে, পরবর্তী ৪৮ ঘন্টা অর্থাৎ ২৭ নভেম্বর শনিবার সকালের মধ্যে দার্জিলিং, কালিম্পং-এ হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আগামী ২-৩ দিনে রাতের তাপমাত্রা নামতে থাকবে।
এদিন কলকাতা ও আশপাশের এলাকায় সামান্য কুয়াশা পড়তে দেখা গিয়েছে। আবহাওয়া দফতর ইঙ্গিত, দক্ষিণবঙ্গে এখনই জাঁকিয়ে শীত নয়।