একদিকে দুরন্ত ফর্মে থাকা কলকাতা নাইট রাইডার্স (KKR)। অন্যদিকে পর পর ম্যাচ হেরে খাদের কিনারায় দাঁড়িয়ে থাকা পাঞ্জাব কিংস (PBKS)। শুক্রবারের ম্যাচ ঘিরে চড়ছে পারদ।
প্লে-অফে পৌঁছনোর প্রায় দোরগোড়ায় কেকেআর। আর তিনটি ম্যাচে জয় চাই তাদের। ইতিমধ্যেই ঘরে চলে এসেছে ১০ পয়েন্ট। শেষ চারটি ম্যাচের মধ্যে তিনটিতেই জিতেছে তারা। অন্যদিকে পাঞ্জাব শেষ চারটি ম্যাচের মধ্যে জয় পেয়েছে একটিতে।
হেড টু হেড লড়াইয়েও এগিয়ে কলকাতা। দুদলের ২৮টি খেলায় কেকেআর জিতেছে ১৯টিতে।