২০০ কোটি টাকা আর্থিক তছরুপের কেসে অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজকে ইডির দপ্তরে ডাকা হয়। তবে তাঁকে অভিযুক্ত নয়, বরং একজন সাক্ষী হিসেবে ডাকা হয়েছে বলে জানিয়েছেন অভিনেত্রীর মুখপাত্র।
এর আগে কমপক্ষে তিনবার তলব করা হলেও তিনি যাননি ইডির দফতরে। শেষপর্যন্ত ইডির সঙ্গে সাক্ষাতের দুদিন পর এই বিবৃতি সামনে এসেছে।
জ্যাকলিনের(Jacqueline Fernandez) মুখপাত্র জানিয়েছেন তিনি তদন্তকারী সংস্থার সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করেছেন। পাশাপাশি, তিনি এই দুষ্কর্মে জড়িত দম্পতির সাথে তাঁর জড়িত থাকার বিষয়টিও স্পষ্টভাবে অস্বীকার করেছেন।
আর্থিক তছরুপ আইনের(PMLA) অধীনে বুধবার জ্যাকলিন ফার্নান্ডেজের বয়ান রেকর্ড করা হয়। যার সঙ্গে যুক্ত থাকবে আর্থিক প্রতারণা মামলায় অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের নাম।
ইতিমধ্যেই ইডির কাছে আরেক অভিনেত্রী নোরা ফাতেহির(Nora Fatehi) বয়ান রেকর্ড হয়েছে। যিনি এই আর্থিক প্রতারণা মামলার শিকার হয়ে ইডির সঙ্গে তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করছেন।
২০০ কোটি আর্থিক প্রতারণা মামলায় ধৃত সুকেশ চন্দ্রশেখর দাবি করেছে সে অভিনেত্রী নোরা ফাতেহিকে একটি কালো বিএমডব্লিউ(BMW) গাড়ি উপহার দিয়েছিল।