মুম্বই এয়ারপোর্টে (Mumbai Airport) আটকানো হল অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজকে (Jacqueline Fernandez)। রবিবার দুবাই যাচ্ছিলেন তিনি। এয়ারপোর্টে ইমিগ্রেশনের আধিকারিকরা তাঁকে আটকে দেন। জ্যাকলিনের নামে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) লুক আউট সার্কুলার জারি করেছে। ইডি সূত্রে খবর, এবার তাঁকে দিল্লি নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।
উল্লেখ্য আর্থিক প্রতারণা মামলায় (Money Laundering Case) সুকেশ চন্দ্রশেখরের (Sukesh Chandrasekhar) বিরুদ্ধে দিল্লির একটি আদালতে ইডি চার্জশিট পেশ করেছে। এই মামলায় দিল্লির তিহার জেলে বন্দী রয়েছে চন্দ্রশেখর ও তার স্ত্রী লিনা পল। সূত্রের খবর, সুকেশ চন্দ্রশেখরের কাছ থেকে ১০ কোটি টাকার উপহার নিয়েছেন অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ। জানা গিয়েছে, ইডির চার্জশিটে এই উপহারের কথা উল্লেখ করা রয়েছে।
জ্যাকলিন ছাড়াও এই আর্থিক প্রতারণা মামলায় নাম জড়িয়েছে বলিউড অভিনেত্রী নোরা ফতেহির (Nora Fatehi)। তাঁকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে অভিযোগ, একটি ওষুধ কম্পানির প্রাক্তন মালিকের সঙ্গে ২০০ কোটি টাকার প্রতারণা করেছে সুকেশ ও তার স্ত্রী লিনা।