ভূভাগে আছড়ে পড়ার সম্ভাবনা কম। পুরীর কাছে শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হবে ঘূর্ণিঝড় জাওয়াদ (Cyclone Jawad)। গভীর নিম্নচাপের প্রভাবে শনিবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলোয় ভারী থেকে অতিভারী বৃষ্টির (Heavy Rainfall) সম্ভাবনা আছে। এমনটাই জানাচ্ছেন আবহাওয়াবিদরা।
আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার দুপুর নাগাদ পুরীর (Puri) কাছে পৌঁছবে ঘূর্ণিঝড় জাওয়াদ। ওড়িশা (Odisha) হয়েই বাংলার অভিমুখে আসার কথা জাওয়াদের। দুর্যোগ মোকাবিলায় উপকূলবর্তী জেলাগুলোতে চলছে সচেতনতামূলক প্রচার। পৌঁছে গিয়েছে বিপর্যয় মোকাবিলা টিমও। দিঘা-মন্দারমনির (Digha-Mandarmani) হোটেল খালি করে দেওয়া হয়েছে। দক্ষিণ ২৪ পরগণার (South 24 Parganas) নামখানা, সাগর, পাথরপ্রতিমাতে শনি ও রবিবার জলযান চালানোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
আমফান (Amphan), ইয়াসে (Yass) ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলার উপকূলবর্তী জেলাগুলো। নতুন ঘূর্ণিঝড়ের আতঙ্কে চূড়ান্ত সতর্কতা উপকূলবর্তী জেলাগুলোতে। প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কায় আগেভাগেই ফসল তুলে নিচ্ছেন চাষীরা।