প্রথমে চুটিয়ে প্রেম । তারপর চার হাত এক হওয়া । মনে হচ্ছে এই তো সেদিনের কথা । কিন্তু, দেখতে দেখতে পেরিয়ে গিয়েছে ১৭ বছর । ফ্যামিলিও বেড়েছে । কথা হচ্ছে, টলিউডের এভারগ্রিন জুটি যিশু(Jissu Sengupta) ও নীলাঞ্জনার(Nilanjana) । ৩০ অক্টোবর শনিবার বিয়ের ১৭ বছর পূর্ণ করলেন সেনগুপ্ত দম্পতি ।
শনিবার বিয়ের দিনের কিছু ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন নীলাঞ্জনা । পাঁচটি ছবির রঙিন কোলাজে ১৭ বছর আগের বিয়ের কিছু মুহূর্ত ধরা পড়েছে । কোথাও যিশু-নীলাঞ্জনার হালকা খুনসুটি, কখনও গম্ভীর মুখে দুজনের মন্ত্রোচ্চারণ ছবিগুলিতে ধরা পড়েছে । ক্যাপশনে নীলঞ্জনা লিখেছেন, ১৭ । সেইসঙ্গে যিশুকে ট্যাগ করেছেন ও হার্টের ইমোজি জুড়ে দিয়েছেন ।
Ananya Pandey-Ishaan Khattar : অনন্যার জন্মদিনে মিষ্টি বার্তা ঈশানের, অভিনেত্রীর জন্য লিখলেন...
১৭ বছর আগে একে অপরের প্রেমে পড়েই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন যিশু-নীলাঞ্জনা । বিয়ের পর আর সেভাবে অভিনয়ে দেখা যায়নি নীলাঞ্জনাকে । যদিও পরে প্রযোজক হিসাবে কামব্যাক করেন টলিউডে । কয়েকদিন আগেই দুই মেয়েকে নিয়ে মালদ্বীপে ছুটি কাটিয়ে এসেছেন সেন দম্পতি ।