গত বছরের সংকটকালে ভারত সর্বতোভাবে আমেরিকার পাশে এসে দাঁড়িয়েছিল। তাই এই বছর ভারতকে সব রকম সাহায্য করবে মার্কিন যুক্তরাষ্ট্র। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, গত সোমবার তাঁর সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথা হয়েছে। তিনি তাঁকে জানিয়েছেন, অতি দ্রুত ভারতের জন্য প্রয়োজনীয় সব রকম জিনিসপত্র পাঠানো হবে।হোয়াইট হাউজে সাংবাদিকদের বাইডেন জানান, রেমডেসিভির সহ অন্যান্য সব রকম ওষুধ পৌঁছে দেওয়া হবে ভারতকে।