মুক্তি পেল অভিনেতা জন আব্রাহামের আগামী ছবি 'অ্যাটাক'(Attack)-এর টিজার । এই ছবিতে জন আব্রাহাম (John Abraham)-এর সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে জ্যাকলিন ফার্নান্ডেজ (Jacqueline Fernandez) এবং রাকুল প্রীত সিং-কে (Rakul Preet Singh)।
টিজারে দেখা গিয়েছে, হামলার পর ভেঙে পড়েছেন জন । কিন্তু, তারপরেই চমক । 'সুপার-সোলজার'-এ রূপান্তর ঘটে তাঁর । যাঁর একমাত্র উদ্দেশ্য হল সন্ত্রাসবাদীদের হাত থেকে দেশকে বাঁচানো ।
এই সিনেমায় ভারতের প্রথম 'সুপার-সোলজার' তৈরি হওয়ার সাক্ষী থাকতে চলেছেন দর্শকরা । টিজারে জনকে একজন কিলিং মেশিন হিসেবে দেখা গিয়েছে । অন্যদিকে, সম্পূর্ণ নতুন অবতারে দেখা যাবে জ্যাকলিন এবং রাকুল প্রীতকেও ।
লক্ষ্য রাজ আনন্দের পরিচালনায় তৈরি হয়েছে এই ছবিটি । ২০২২ সালে ২৮ জানুয়ারি ছবিটি মুক্তি পাচ্ছে ।
আরও পড়ুন, Didi No 1 : 'দিদি নম্বর ওয়ান'-এ প্রথমবার স্ত্রীকে নিয়ে হাজির মদন মিত্র
উল্লেখ্য, মঙ্গলবার নিজের ইনস্টাগ্রাম থেকে সমস্ত ছবি, ভিডিও মুছে দিয়েছিলেন জন আব্রাহাম । যা নিয়ে রীতিমতো চিন্তায় পড়ে গিয়েছিলেন তাঁর ফ্যানেরা । এসবের মধ্যেই জনের পরবর্তী ছবি 'অ্যাটাক'-এর টিজার প্রকাশ্যে এল ।