রাজ্যে নির্বাচন পরবর্তী হিংসার প্রতিবাদে বুধবার মুরলীধর সেন লেনে বিজেপির রাজ্য দফতরের সামনে ধর্নায় বসার কথা রয়েছে দলের সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডার। তাঁর সঙ্গে থাকার কথা রাজ্য সভাপতি দিলীপ ঘোষেরও৷ ওই কর্মসূচির জন্য মঞ্চ তৈরি করেছিল বিজেপি। গেরুয়া শিবিরের অভিযোগ, মঙ্গলবার রাতে সেই মঞ্চ ভেঙে দেওয়া হয়েছে৷ কলকাতা পুলিশই মঞ্চ ভেঙে দিয়েছে বলে অভিযোগ করেছে বিজেপি। হরিদেবপুরেও নির্বাচন পরবর্তী হিংসার প্রতিবাদে ধর্ণা কর্মসূচি নেবে গেরুয়া শিবির।