নির্বাচন পরবর্তী হিংসার প্রেক্ষিতে মঙ্গলবার রাজ্যে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা। এদিন দুপুরে কলকাতায় আসবেন তিনি। রাত্রিবাসও করবেন শহরেই। প্রথমে দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুরের গোপালপুর এলাকায় যাওয়ার কথা রয়েছে তাঁর। সেখান থেকে যাবেন সোনারপুরে। এরপর বেলেঘাটা এলাকায় আক্রান্ত বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে দেখা করবেন নড্ডা।