কলেজ বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার দাবিতে আবার রাজ্যের ছাত্রছাত্রীরা বিকাশ ভবন অভিযানে নামল। যাদবপুর বিশ্ববিদ্যালয়, প্রেসিডেন্সী বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রীছাত্রীরা শুক্রবার সল্টলেক বিকাশ ভবন অভিযানের ডাক দেয়। ময়ূখ ভবন ক্রসিংয়ে তাদের মিছিল ব্যারিকেড দিয়ে পুলিশ আটকে দেয়। সেখানেই শুরু হয় বিক্ষোভ প্রদর্শন। দীর্ঘক্ষণ বিক্ষোভ চলার পর ৪ জনের একটি প্রতিনিধি দল বিকাশ ভবনে ডেপুটেশন জমা দিতে যায়।
অরিত্র মজুমদার, ছাত্রনেতা (00:05-01:12)
উল্লেখ্য এর আগেও বিকাশ ভবন যেতে গিয়ে ব্যর্থ হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। রাস্তাতেই তাদের গ্রেফতার করে বিশাল পুলিশ বাহিনী। করোনাকালে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে লাগাতার আন্দোলন করে আসছে এই পড়ুয়ারা। এর আগেও রাস্তায় ক্লাস করে বেশ হইচই ফেলে দিয়েছিল যাদবপুরের পড়ুয়াদের একাংশ।