কাবুলের (Kabul) মিলিটারি হাসপাতালের বাইরে বিস্ফোরণে কমপক্ষে মৃত্যু হল ১৯ জনের। আহত হয়েছেন ৫০ জন।
এই বিস্ফোরণের কথা স্বীকার করেছেন তালিবান (Taliban) মুখপাত্র বিলাল কারিমি। সর্দার মহম্মদ দাউদ খান মিলিটারি হাসপাতালের বাইরে লোকজনের ভিড় ছিল। সেখানেই বিস্ফোরণটি হয়।
প্রকাশ্যে এলেন তালিবান নেতা আখুন্দজাদা, ঘুরে দেখলেন ধর্মীয় শিক্ষার স্কুল
কাবুলের ১০টি জেলা থেকে দুটি বিস্ফোরণের শব্দ পাওয়া গিয়েছে। সঙ্গে গোলাগুলি চলারও আওয়াজ পাওয়া গিয়েছে। স্থানীয় বাসিন্দাদেরও গোলাগুলির আওয়াজ কানে এসেছে।