তিন দিনের মার্কিন সফরে বুধবার গভীর রাতে ওয়াশিংটনে পৌঁছলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন আমেরিকায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত তরণজিত সান্ধু সহ বাইডেন প্রশাসনের একাধিক আধিকারিক। প্রতিকুল আবহাওয়া সত্ত্বেও বিমানবন্দরের বাইরে ভারতের পতাকা হাতে নরেন্দ্র মোদীকে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রে থাকা বহু ভারতীয়।
২৩ সেপ্টেম্বর ভারতীয় বংশোদ্ভূত প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী মোদী। দু'দেশের মধ্যে বিজ্ঞান প্রযুক্তি সংক্রান্ত সহযোগিতা নিয়ে আলোচনা করবেন তাঁরা। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের একাধিক সংস্থার সিইওদের সঙ্গে দেখা করবেন নরেন্দ্র মোদী।
২৪ সেপ্টেম্বর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাত করবেন প্রধানমন্ত্রী। শোনা গিয়েছে মোদী-বাইডেন দ্বিপাক্ষিক বৈঠকে আলোচনার কেন্দ্রবিন্দু থাকতে চলেছে আফগানিস্থান। ২৫ সেপ্টেম্বর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সম্মেলনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।