রহস্যে মোড়া কাহিনি নিয়ে আসছে পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়ের(Kamaleswar Mukherjee) পরবর্তী ছবি 'অনুসন্ধান'(Anusandhan) । শনিবারই ছবির পোস্টার প্রকাশ্যে এসেছে । 'এসকে মুভিজ'-র প্রযোজনায় আগামী ৩ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে এই থ্রিলার ছবি ।
'অনুসন্ধান' নামটার মধ্যেই যেন একটা রহস্য লুকিয়ে রয়েছে । প্রেক্ষাপট লন্ডনের একটি বাড়ি ও কোর্টরুম । ছবির ট্রেলার দেখলেই রহস্যের আভাস পাওয়া যাবে । মুখ্য ভূমিকায় অভিনয় করছেন শাশ্বত চট্টোপাধ্যায় (Saswata Chatterjee)। বিপরীতে দেখা যাবে পায়েল সরকারকে (Payel Sarkar) । এছাড়াও অভিনয় করছেন ঋদ্ধি সেন, প্রিয়াঙ্কা সরকার, পায়েল সরকার, চূর্ণী গঙ্গোপাধ্যায় প্রমুখ ।
ছবির পোস্টার সোশ্যাল মিডিয়ায় ছবির পোস্টার শেয়ার করেছেন ঋদ্ধি সেন । ক্যাপশনে লিখেছেন, " দেখে খুব ভালো লাগছে যে আবার হলমুখী হয়েছেন মানুষ । সাম্প্রতিককালে মুক্তি পাওয়া বেশ কয়েকটি বাংলা ছবি প্রেক্ষাগৃহ পূর্ণ করে দেখছেন সবাই । এটা নতুন করে আমাদের সবাইকে আরও নতুন গল্প বলার ভরসা আর আনন্দ দিয়েছে । " এরপরেই সিনেমার মুক্তির পাওয়ার দিনটা জানিয়ে দেন ঋদ্ধি ।