পদ্মশ্রী সম্মানে ভূষিত হলেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত । সোমবার, রাষ্ট্রপতি ভবনে পদ্ম সম্মান পুরস্কার অনুষ্ঠানে অভিনেত্রীর হাতে পুরস্কার তুলে দেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ । এদিন, পদ্মশ্রী পেয়েছেন সঙ্গীত শিল্পী আদনান সামি ।
সবুজ-সোনালি রঙের শাড়ি ও কানে বড় দুল, এদিন একপ্রকার রাজকীয় লাগছিল কঙ্গনাকে । সোমবার পদ্ম সম্মান অনুষ্ঠানে কঙ্গনার বোন রঙ্গোলিও উপস্থিত ছিলেন । এই নিয়ে চারটি জাতীয় পুরস্কার পেয়েছেন কঙ্গনা । আর 'পদ্মশ্রী' তাঁর কাছে বিশেষ সম্মানের ।
এই পুরস্কারের বিষয়ে বলতে গিয়ে কঙ্গনা আগেই বলেছিলেন, "আমি হিমাচল প্রদেশের একটি ছোট গ্রাম থেকে আমার যাত্রা শুরু করেছি । করণের সিনেমা হোক বা একতা কাপুরের সিরিয়াল… আমরা এদের দেখেই বড় হয়েছি । আর আদনান সামির গান কে না শুনেছেন? আমার মতো একজন মেয়ের ক্ষেত্রে তাদের সঙ্গেই পদ্মশ্রী পাওয়া গর্বের বিষয় ।"
এই বছর পদ্মশ্রী প্রাপকদের মধ্যে রয়েছেন করণ জোহর, একতা কাপুর এবং প্রয়াত গায়ক এস পি বালাসুব্রমনিয়ম ।
P V Sindhu : 'পদ্মভূষণ' সম্মানে ভূষিত হলেন ব্যডমিন্টন তারকা পি ভি সিন্ধু
প্রযোজক একতা কাপুর টুইটারে লিখেছেন, "আমি অভিভূত । যখন আমার বয়স ১৭, তখন থেকে ইন্ডাস্ট্রিতে আমার যাত্রা শুরু হয়েছিল । তখন থেকেই আমি ক্রমাগত শুনেছি যে আমি 'খুব ছোট', 'খুব কাঁচা' ছিলাম' । এই এতগুলো বছরে আমি বুঝতে পেরেছি স্বপ্ন পূরণ কখনও 'খুব তাড়াতাড়ি' হয় না এবং 'কম বয়স' হওয়া তো আরও ভাল । আজ, আমি চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মান- 'পদ্মশ্রী'-তে ভূষিত হলাম । এর জন্য আমি অভিভূত ও বিনীত ।"
হিন্দুস্তানি শাস্ত্রীয় গায়ক পণ্ডিত চান্নুলাল মিশ্রকে পদ্মবিভূষণ পুরস্কারে ভূষিত করা হয়েছে ।