যোগীরাজ্যের এবার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হতে চলেছেন কঙ্গনা রানাউত। শুক্রবারই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে বৈঠকও হয় অভিনেত্রীর।এর আগে কঙ্গনার মুখে একাধিকবার শোনা গিয়েছিল মোদি স্তুতি।
তাঁকে ‘ওয়ান ডিস্ট্রিক্ট, ওয়ান প্রোডাক্ট প্রোগ্রামে’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে মনোনীত করা হয়েছে।মোরাদাবাদে শ্যুটিং সেরে লখনউয়ে যান কঙ্গনা রানাওয়াত। সেখানে দেখা করেন যোগী আদিত্যনাথের সঙ্গে।সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পোস্ট করে নায়িকা জানান, তিনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে দেখা করবেন।