জয় ললিতার চরিত্রে অভিনয় করছেন, এ খবর জানাই, ইন্দিরা গান্ধীর চরিত্রে দেখা যাবে কঙ্গনা রানাওয়াতকে, সে খবর ছিল আগেই। এবার বলিউডের ‘কন্ট্রোভার্সি ক্যুইন’ কঙ্গনা রানাওয়াত জানিয়ে দিলেন শুধু অভিনয় নয়, কঙ্গনা নিজেই দায়িত্ব নিয়ে পরিচালনা করতে চলেছেন ইন্দিরা গান্ধীর বায়োপিক। ছবির নাম ‘এমার্জেন্সি’। ‘মণিকর্ণিকা' ছবির পর ফের কঙ্গনাকে দেখা যাবে পরিচালকের ভূমিকায়।
বছরের শুরুতে কঙ্গনা সোশ্যাল মিডিয়ায় জানিয়ে ছিলেন পরিচালক সাই কবীরের সঙ্গে জুটি বেঁধেই ইন্দিরার বায়োপিক করবেন। তবে নতুন খবর অনুযায়ী, সাই কবীর নয় বরং কঙ্গনা নিজে থেকেই এই ছবি পরিচালনার দায়িত্বভার কাঁধে নিয়েছেন।
এরকমটি কঙ্গনা আগেও ঘটিয়েছেন। তাঁর প্রযোজনা সংস্থায় তৈরি ‘মণিকর্ণিকার শুটিং কিছু এগোতেই পরিচালক কৃশকে সরিয়ে নিজেই দায়িত্ব নিয়েছিলেন ছবি তৈরির।
"ইমার্জেন্সি' ছবি নিয়ে কঙ্গনার মত, এ ছবির পরিচালনা তাঁর চেয়ে ভালো কেউ করতেই পারবেন না"।