মুক্তির অপেক্ষায় কঙ্গনা রানাউতের (Kangana Ranaut) বহু প্রতীক্ষিত ছবি ‘থালাইভি’ (Thalaivii)। করোনা পরিস্থিতিতে জয়ললিতার বায়োপিক এখনও অবধি থিয়েটারের মুখ দেখতে পারেনি। প্রেক্ষাগৃহের মালিকদের রীতিমতো হুঁশিয়ারি দিলেন থালাইভি। তাঁর মন্তব্য, “এই কঠিন সময়ে একে-অপরের সঙ্গে ঝগড়া না করে থালাইভিকে প্রেক্ষাগৃহে আনুন।”
কঙ্গনার দাবি, থালাইভি রিলিজ নিয়ে প্রেক্ষাগৃহের মালিকরা দল পাকাচ্ছেন। অভিনেত্রী নিজের যুক্তির স্বপক্ষে একটি সংবাদপত্রে স্ক্রিনশটও শেয়ার করেছেন। সেই সংবাদের শিরোনামে সাফ লেখা, “‘থালাইভি’ হল পাচ্ছে না।” সিনেমার নির্মাতারা নাকি থিয়েটার আর ওটিটি প্ল্যাটফর্মের মুক্তির দিনক্ষণ নিয়ে বাকবিতণ্ডায় জড়িয়েছেন।