অক্ষর প্যাটেল (Axar Patel) পেলেন পাঁচ উইকেট। রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin) পেলেন তিনটি। ২৯৬ রানে অলআউট নিউজিল্যান্ড (New Zealand)। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে এক উইকেট হারিয়ে ভারতের রান ১৪। তৃতীয় দিনের শেষে ৬৩ রানের লিড নিল টিম ইন্ডিয়া।
শনিবার গ্রীনপার্কের (Green Park) পিচে অক্ষর প্যাটেলের ওভারে দাঁড়াতে পারেনি নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা। পাঁচ উইকেট তুলে নেন তিনি। অশ্বিন তিনটি, উমেশ যাদব ও রবীন্দ্র জাদেজা একটি করে উইকেট পেয়েছেন।
প্রথম ইনিংসে ৩৪৫ রান তাড়া করতে নেমে ভালো শুরু করে নিউজিল্যান্ড।ওপেনিং পার্টনারশিপে ১২৯ রান তোলে কিউয়ি ব্যাটসম্যানরা। নিউজিল্যান্ডের হয়ে সর্বাধিক রান করেন টম ল্যাথাম। ৯৫ রান করে আউট হন তিনি। ৮৯ রান করেন আরেক কিউয়ি ব্যাটসম্যান উইল ইয়ং।