'কাহানি'র(Kaahani) পর ফের নতুন থ্রিলার নিয়ে আসতে চলেছেন পরিচালক সুজয় ঘোষ(Sujoy Ghosh) । আর তাঁর এই থ্রিলার ছবিতে অভিনয় করতে চলেছেন করিনা কপুর খান । পাশাপাশি, 'পাতাল লোক'-র(Paatal Lok) জনপ্রিয় অভিনেতা জয়দীপ আওলাওয়াত ও 'গালি বয়'-র(Gully Boy) অভিনেতা বিজয় বর্মাকেও স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে । একটি সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, চলতি বছরের নভেম্বর মাসেই প্রি-প্রোডাকশনের কাজ শুরু হয়ে যাবে । ২০২২-এ এর শুটিং শুরু হওয়ার কথা রয়েছে ।
এই প্রজেক্টটা নিয়ে রীতিমতো উৎসাহিত সুজয় ঘোষ । তবে ছবিটির বিষয় নিয়ে এখনই কিছু বলা হচ্ছে না । দার্জিলিং ও কালিম্পঙে ছবিটির শুটিং হতে পারে বলে জানা যাচ্ছে । তবে এখনও কিছু চূড়ান্ত নয় ।
Payel-Dwaipyan : বাগডোগরা বিমানবন্দরে আটকে পায়েল-দ্বৈপায়ন, বাড়ি ফেরার দুশ্চিন্তায় তারকা দম্পতি
করিনা কাপুর খান তাঁর পরবর্তী বড় ছবি 'লাল সিং চড্ডা' ছবির মুক্তির প্রস্তুতি নিচ্ছেন । তাঁর বিপরীতে রয়েছেন আমির খান । টম হ্যাঙ্কস এবং রবিন রাইট অভিনীত 'লাল সিং চড্ডা' ১৯৯৪ সালের 'ফরেস্ট গাম্প'(Forrest Gump) চলচ্চিত্রের অফিসিয়াল হিন্দি রিমেক।