পড়ন্ত বিকেল । রাজস্থানের বিলাসবহুল সিক্স সেন্স ফোর্টের ছাদে একে অপরের হাতে হাত রেখে দাঁড়িয়ে রয়েছেন ভিকি-ক্যাটরিনা(Vicky-Katrina) । জমে উঠেছে তাঁদের রোমান্স । ছবিতে সেই রোমান্সের সাক্ষ্মী থাকল তাঁদের অনুরাগীরা । মঙ্গলবার প্রি-ওয়েডিং(Pre-Wedding)-এর কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন ভিকি-ক্যাটরিনা ।
সব্যসাচীর ডিজাইন করা পোশাকেই সেজেছিলেন ক্যাটরিনা । প্যাস্টেল রঙা ফ্লোরাল শাড়িতে দারুণ লাগছিল ক্যাটরিনাকে । মাথায় ছিল একই রঙের ঘোমটা আর হাতে একটি ফুলের তোড়া । যেন রূপকথার রাজকন্যা । ক্যাটরিনার দিক থেকে যেন চোখ সরাতে পারছিলেন না ভিকি ।
বিয়ের এই অদেখা মুহূর্ত শেয়ার করে পরস্পরকে বিশেষ বার্তা দিলেন ক্যাটরিনা-ভিকি । লিখলেন,‘টু লাভ, অনার, চেরিস…’("To love, honor and cherish.") ।
৯ ডিসেম্বর বিবাহ-বন্ধনে আবদ্ধ হন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল । এরপর থেকেই তাঁদের রাজকীয় বিয়ের বিভিন্ন মুহূর্তের ছবি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন ভিকি-ক্যাট ।