কৌন বনেগা ক্রোড়রপতির (KBC) অনুষ্ঠানে শুক্রবার দেখা যাবে জ্যাকি স্রফ (Jackie Shroff) আর সুনীল শেট্টিকে (Sunil Shetty)। 'সান্দার শুক্রবার' এপিসোডে অমিতাভ বচ্চনের (Amitabh Bacchan) স্পেশাল গেস্ট বলিউডের দুই তারকা। কেবিসির প্রোমো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন বিগ বি (Big B)।
প্রমোতে দেখা গেল, জ্যাকি স্রফের 'ভিরু ভাষা' (Vidhu Vasha) কেন এত জনপ্রিয়, তা নিয়ে প্রশ্ন করেছেন অমিতাভ। কেরিয়ারে স্ট্রাগলের সময় মুম্বইয়ের চওলে থাকতেন জ্যাকি স্রফ। সেই কলোনির ভাষা ভালো করে আয়ত্ত করেছিলেন। সেটাই ছবিতে নিজের মতো করে ব্যবহার করেছেন। সুনীল শেট্টি জানান, মায়ের মৃত্যুর পর নিজের আবেগ তাঁর সঙ্গে ভাগ করে নিয়েছিলেন জ্যাকি স্রফ। সুনীল বলেন, "জ্যাকি স্রফ তখন চাওলে থাকতেন। একই ঘরে থাকতে হত গোটা পরিবারকে। মা কাশলেও শুনতে পেতেন তিনি। নিজের বড় বাড়িতে আসার পর থেকে মায়ের মৃত্যু, এই সময়টা টেরই পাননি জ্যাকি স্রফ।" এই সুনীলের মুখে এই সূক্ষ অনুভূতি শুনে আবেগতাড়িত হয়ে পড়েন বিগ বি।
বলিউডের অনেক ছবিতে একসঙ্গে কাজ করেছেন অমিতাভ ও জ্যাকি স্রফ। সরকার থ্রি, একলব্য, থাগস অফ হিন্দুস্থান। সুনীল আর জ্যাকি স্রফের এই এপিসোডে উঠে এল দুই তারকার অনেক অজানা গল্প।