এবার আইফোনের বদলে এল সাবান। নতুন ই-কমার্স জালিয়াতি নিয়ে কেরালা পুলিশ তাঁদের ফেসবুক পেজে মানুষকে সতর্ক করেছেন।
কেরালার এর্নাকুলাম জেলার নুরুল আমিন গত ১২ অক্টোবর তাঁর আমাজন পে কার্ড দিয়ে ৭০,৯০০ টাকা দামের একটি আইফোন অর্ডার করেছিলেন। কিন্তু প্যাকেটটি হাতে পেয়েই তাঁর চক্ষু চড়কগাছ হয়ে যায়। প্যাকেটে আইফোন তো নেই বরং তার বদলে রয়েছে একটি সাবান এবং ৫ টাকার একটি কয়েন।
এরপরেই তিনি থানায় একটি ডায়েরি করেন। পুলিশের পক্ষ থেকে অ্যামাজন কাস্টমার কেয়ারকে চাপ দিয়ে আমিনকে তাঁর প্রাপ্য টাকা ফেরত দেওয়ানো হয়।
শুধু আমিনই নয়, পুলিশ তদন্তে নামে জানতে পারে গত মাসে ঠিক একই ঘটনা ঘটেছে এর্নাকুলামেরই এক ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট পারাভুরের সঙ্গে। তিনি দেড় লাখ টাকা দিয়ে একটি ল্যাপটপ এর অর্ডার দিয়েছিলেন। কিন্তু তার বদলে হাতে পান কিছু কাগজের বল।