আবারও কেশপুরে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ। এবার নব্য তৃণমূল কর্মীদের হাতে আক্রান্ত হয়ে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হলেন ২ আদি তৃণমূল কর্মী। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত সাড়ে আটটা নাগাদ কেশপুর ব্লকের আনন্দপুর থানার জগন্নাথপুর গ্রামে।
বাইটঃ শেখ সিরাজ আলি, তৃণমূল কর্মী (00:03-01:03)
অভিযোগ স্থানীয় লোকেরা উদ্ধার করতে গেলে তাঁদেরকেও বাধা দেয় আক্রমণকারীরা। এরপর হামলাকারীরা চলে গেলে গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে প্রথমে কেশপুর গ্রামীণ হাসপাতালে, পরে সেখান থেকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয় তৃণমূল কর্মীদের অভিযোগ, যাকে কেশপুরে ভোটে জিতিয়ে এনেছেন, সেই বহিরাগত শিউলি সাহার নির্দেশে ব্লক সভাপতি উত্তমানন্দ ত্রিপাঠী বিজেপি থেকে আসা নব্য তৃণমূল কর্মীদের নিয়ে পুরোনো তৃণমূল কর্মীদের উপর হামলা চালায়।
যদিও কেশপুর ব্লক তৃণমূল সভাপতি উত্তমানন্দ ত্রিপাঠী এই অভিযোগ অস্বীকার করে বলেছেন, এটা জমি জায়গা নিয়ে সম্পূর্ণ পারিবারিক বিবাদ, এর সঙ্গে দলের কেউ কোনোভাবে জড়িত নেই।