রাজস্থান রয়্যালসকে (RR) বিরাট ব্যবধানে হারিয়ে প্লে অফের টিকিট প্রায় নিশ্চিত করে ফেলল কলকাতা নাইট রাইডার্স (KKR)। কেকেআর বোলারদের দুরন্ত পারফরম্যান্সের সামনে দাঁড়াতেই পারলেন না রাজস্থানের ব্যাটাররা।
বৃহস্পতিবার প্রথমে ব্যাট করে কলকাতা চার উইকেটে ১৭১ রান করে। ৪৪ বলে চারটি বাউন্ডারি ও দুটি ছক্কার সাহায্যে ৫৬ রান করেন শুভমান গিল। ভেঙ্কটেশ আইয়ারের সঙ্গে প্রথম উইকেটে ৭৮ রান যোগ করেন তিনি। কেকেআরকে চ্যালেঞ্জিং স্কোর তৈরি করতে সাহায্য করেন দুই ওপেনার শুভমান ও ভেঙ্কটেশ।
IPL 2021: রাহুলের ৯৮ রানের ইনিংসে চেন্নাইকে হারাল পঞ্জাব কিংস
জবাবে ব্যাট করতে নেমে রাজস্থান রয়্যালসের শুরুটা খুব খারাপ হয়। শুরু থেকেই একের পর এক উইকেট পড়তে থাকে। প্রথম ওভারেই আউট হয়ে যান যশস্বী জয়সওয়াল। সাকিব আল হাসানের বলে বোল্ড হন তিনি। এর পর দলের ক্যাপ্টেন সঞ্জু স্যামসনও রান পাননি। ১৬.১ ওভারে রাজস্থানের পুরো দল ৮৫ রানে গুটিয়ে যায়। রাহুল তেওয়াতিয়া সর্বোচ্চ ৪৪ রানের ইনিংস খেলেছেন। বাকিরা কার্যত দাঁড়াতে পারেননি।