বুধবার ছিল দুর্গা পুজোর অষ্টমী। সেজে উঠেছিল সারা বাংলা। সেই জাঁকজমক, উদযাপনের মান রাখতেই যেন হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর দিল্লিকে হারিয়ে আইপিএল এর ফাইনালে চলে গেল কলকাতা নাইট রাইডার্স।
হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর দিল্লির ক্যাপিটালসের দেওয়া ১৩৬ রানের লক্ষ্যমাত্রা এক বল বাকি থাকতে তুলে নেয় মর্গ্যানের দল। কিন্তু জয় অবশ্য সহজে আসেনি। কারণ শেষ তিন ওভারে দিল্লির দুরন্ত বোলিং শাহরুখের দলের হাত থেকে ম্যাচ প্রায় ছিনিয়ে নিয়ে যাচ্ছিলেন অশ্বিনরা। শেষে এক বল বাকি থাকতে ছয় মেরে দলকে ম্যাচ জেতান রাহুল ত্রিপাঠি।
আইপিএলের প্রথম পর্বের সাত ম্যাচে মাত্র দু’টোয় জিতেছিল কেকেআর (Kolkata Knight Riders)। সেখান থেকে ফাইনালে চেন্নাইয়ের মুখোমুখি হতে চলেছে, এ যেন কেকেআর এর অবিশ্বাস্য প্রত্যাবর্তন!