শারজায় দ্বিতীয় কোয়ালিফায়ার্জে বুধবার নামছে কলকাতা নাইট রাইডার্স ও দিল্লি ক্যাপিটালস। এই ম্যাচে যে জিতবে, তাঁরাই উঠবে ফাইনালে। একটা ভুল শেষ করে দিতে পারে সব স্বপ্ন। তাই সতর্ক দুই দলই।
গতবারের মতো এবারও দারুণ পারফরম্যান্স করেছে দিল্লি। পয়েন্ট টেবিলে এক নম্বরে ছিলেন ঋষভ পান্টরা। কিন্তু চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে হেরে দ্বিতীয় কোয়ালিফায়ার্সে খেলতে নামতে হচ্ছে দিল্লি ক্যাপিটালসকে। গত ম্যাচে ফর্মে ফিরেছেন পৃথ্বী শ ও শিখর ধাওয়ান। স্কোরবোর্ডে ১৭২ রান তুলেও চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে হারতে হয়েছে দিল্লিকে।
আইপিএলের দ্বিতীয় ধাপে এসে অসাধারণ পারফরম্যান্স করে প্লে-অফে পৌঁছেছে কেকেআর। এই ম্যাচ তাঁদের কাছেও সম্মানের লড়াই। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে এলিমিনেটার্সে হারিয়ে এবার সামনে দিল্লি। নারিনের ভালো ফর্ম টিমকে অনেকটাই তাতাচ্ছে। শুভমান গিল, ভেঙ্কটেশ আয়ার, নীতিশ রানাও ভালো ফর্মে আছেন। বুধবারের ম্যাচ থেকে ভালো খেলেই ফাইনালে ওঠার প্রত্যাশা কলকাতার।