প্লে-অফের চার নম্বর টিমের লড়াই। কলকাতা নাইট রাইডার্সকে বৃহস্পতিবার তাই জিতলেই হবে না। হারতে হবে মুম্বই ইন্ডিয়ান্সকে। তবেই প্রথম চারে জায়গা করতে পারবে কেকেআর। এতগুলো সমীকরণ মাথায় নিয়ে আইপিএলে রাজস্থান রয়্যালসের মুখোমুখি মর্গান ব্রিগেড।
পয়েন্ট টেবিলের একই জায়গায় দাঁড়িয়ে আছে কলকাতা ও মুম্বই। বৃহস্পতিবার কেকেআর জিতলে রাজস্থান রয়্যালস ও পঞ্জাব কিংসের প্লে-অফে যাওয়ার আশা শেষ হয়ে যাবে। তবুও শুক্রবার মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচের জন্য অপেক্ষা করতেই হবে কলকাতাকে।
বৃহস্পতিবার চেন্নাইয়ের বিরুদ্ধে নামছে পঞ্জাব কিংস। এই ম্যাচের দিকেও তাকিয়ে থাকতে হবে কলকাতাকে। পঞ্জাব হারলে সমস্যা নেই। জিতলে নেট রানরেট বাড়িয়ে রাখতে হবে মর্গান ব্রিগেডকে।