পুরভোট নিয়ে তাঁদের পরিকল্পনার কথা জানাল রাজ্য নির্বাচন কমিশন(State Election Commission)। কেন্দ্রীয় বাহিনী নয়, রাজ্য পুলিশেই(Bengal Police) আস্থা রেখেছে রাজ্য নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, কলকাতা পুরভোট(KMC Election 2021) সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মোতায়েন করা হবে ২৩ হাজার পুলিশ(Police)। ভোটকেন্দ্রে মোতায়েন থাকবে অন্তত দু'জন সশস্ত্র পুলিশ। ২৫% বুথে থাকবে ভিডিওগ্রাফি অথবা সিসিটিভির(CCTV) ব্যবস্থা। ২৮৬টি সেক্টরে সশস্ত্র পুলিশ বাহিনী, ৭২টি আরটি মোবাইল ভ্যান থাকবে। কলকাতা পুরভোটে তৈরি রয়েছে ৩৫টি রেডিও ফ্লায়িং স্কোয়াড। পাশাপাশি রয়েছে ৭৮টি ক্যুইক রেসপন্স টিম। সব মিলিয়ে কলকাতা পুরভোটে আঁটোসাঁটো নিরাপত্তার ব্যবস্থা করেছে রাজ্য নির্বাচন কমিশন(State Election Commission)।
পুরভোট ইস্যুতে কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন না হওয়ার প্রসঙ্গে উত্তপ্ত রাজ্য-রাজনীতি। সরব হয়েছে বিজেপি(BJP) । কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি তোলা হচ্ছে বারবার।