পুজোর পর থেকেই কলকাতায় বাড়ছে করোনা সংক্রমণ। দৈনিক আক্রান্তের নিরিখে বিগত বেশ কয়েকদিন ধরেই এক নম্বরে কলকাতা। কলকাতা পুরসভা সূত্রে খবর, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জোর দেওয়া হচ্ছে মাইক্রো কনটেনমেন্ট জোনের উপর। মাইক্রো কনটেনমেন্ট জোন ঘোষণা করা হলে, বহুতলের বাইরে নোটিস দিয়ে তা জানানো হবে বলে কলকাতা পুরসভা সূত্রে খবর।
কেউ করোনা আক্রান্ত হলে, তাঁর পরিবার মাইক্রো কনটেনমেন্ট জোনের আওতায় পড়বে। কোনও বহুতলে একাধিক ব্যক্তি করোনা আক্রান্ত হলে, সেই বহুতল মাইক্রো কনটেনমেন্ট জোনের আওতায় আসবে। কোনও আবাসনের একাধিক টাওয়ারে করোনা আক্রান্তের হদিশ পাওয়া গেলে, সেক্ষেত্রে পুরো আবাসনই মাইক্রো কনটেনমেন্ট জোনভুক্ত হবে। মাইক্রো কনটেনমেন্ট জোনের বাসিন্দাদের ১৪ দিন যাতায়াতে বিধিনিষেধ থাকবে।