কলকাতা পুরসভা নির্বাচনে (KMC Election 2021) নিরঙ্কুশ জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস (TMC)। তবে এখনই নতুন মেয়র কে হবেন, তা জানায়নি দল। আগামী ২৩ ডিসেম্বর দলীয় নেতৃত্ব এবং কাউন্সিলরদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তারপরই জানা যাবে নতুন মেয়রের নাম।
কলকাতার মহানাগরিক হওয়ার দৌড়ে নিঃসন্দেহে এগিয়ে রয়েছেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)। বিদায়ী পুরবোর্ডের মেয়রের উপরেই আরও একবার কলকাতার দায়িত্ব দিতে চলেছেন মমতা, এমনই জল্পনা রাজনৈতিক মহলে। তবে এখনও খাতায় কলমে তাঁর নাম ঘোষণা না হওয়ায় আরও কয়েকটি নাম শোনা যাচ্ছে।
KMC Election 2021: সিপিএমের হয়ে ছাপ্পা ভোট দিয়েছে তৃণমূল, দাবি বিজেপির রাজ্য সভাপতির
অতীন ঘোষ, মালা রায়, দেবাশীষ কুমারের মতো তিন হেভিওয়েটের নাম ঘোরাফেরা করছে। নাম শোনা যাচ্ছে দীর্ঘদিনের মেয়র পারিষদ দেবব্রত মজুমদারেরও। তবে বাকিদের চেয়ে বহু যোজন এগিয়ে রয়েছেন ফিরহাদ।