দেবী পক্ষ শুরু হতে আর দিন তিনেক বাকি। মহালয়ার ভোরে রাত জেগে মহিষাসুরমর্দিনী শুনবে বাঙালি। এটুকু ভাবলেই গায়ে কাঁটা দেয়। রেডিওর অনুষ্ঠান শেষ হলে টিভিতে মহালয়া। বহু বছর পর দুর্গা হিসেবে দেখা যাবে কোয়েল মল্লিককে। একটু একটু করে দুর্গা হয়ে ওঠার মুহূর্তগুলো ভক্তদের সঙ্গে ভাগ করলেন কোয়েল।
দু-পা, হাত রাঙা হয়ে উঠল আলতায়। অঙ্গে উঠল লাল শাড়ি, সোনার গয়না। কপালের ঠিক মাঝখানে আঁকা হল তৃতীয় চোখ। ত্রিনয়নী দুর্গা যেন প্রাণ পেলেন কোয়েলের মধ্যে। সেই মুহূর্তই নিজের ইন্সটায় শেয়ার করেছেন অভিনেত্রী। নেপথ্যে বাজছে মহালয়ার সেই চেনা গান, 'ইয়া চন্ডী...'।