পূর্ব বর্ধমানের(East Burdwan) রায়নায় গ্রামের বাড়িতে গিয়ে খুন(Murder) হলেন কলকাতার এক ব্যবসায়ী । মৃত ব্যবসায়ীর নাম সব্যসাচী মণ্ডল (৪৪) । ঘটনায় দুজনকে আটক করা হয়েছে । শুক্রবার রাতে রায়নার দারিয়াপুর গ্রামে ঘটনাটি ঘটে ।
হাওড়ার শিবপুরে থাকতেন ওই ব্যবসায়ী । সেখানে তাঁর পলিথিনের ব্যবসা আছে । আদি বাড়ি, রায়নার দারিয়াপুর গ্রামে । শুক্রবার সেখানেই বন্ধু রাজবীর সিংহকে নিয়ে বেড়াতে গিয়েছিলেন সব্যসাচী মণ্ডল । সঙ্গে ছিলেন গাড়িচালক ও রাঁধুনি । সব্যসাচীর বন্ধুর দাবি, শুক্রবার রাতে বাড়ির ছাদে রান্না হচ্ছিল । সেই সময় সব্যসাচীকে কেউ ডাকছে বলে জানান তাঁর গাড়ির চালক । নিচে চলে যান সব্যসাচী । এরপরেই গুলির আওয়াজ শুনে নিচে নামেন তাঁর বন্ধু ও রাঁধুনি । তাঁরা দেখেন, চারজন মিলে সব্যসাচীকে কোপাচ্ছে । বন্ধু বাঁচাতে গেলে তিনিও আক্রান্ত হন ।
রক্তাক্ত অবস্থায় সব্যসাচীকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় তাঁরা । সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ।
ঘটনায় রাঁধুনি ও গাড়ি চালককে আটক করে রায়না থানার পুলিশ । তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ।