দীর্ঘদিন পর মঙ্গলবার থেকে খুলে গেল রাজ্যের স্কুল-কলেজ। তবে নিয়মিত অফলাইন ক্লাস করতে হবে না শহরের অধিকাংশ কলেজেই। পড়ুয়ারা সপ্তাহে ৩ দিন ক্লাস করবে লেডি ব্রেবোর্ন (Lady Brabourne College) বেথুন (Bethune College) ও স্কটিশচার্জ কলেজে (Scottish Church College )। সপ্তাহে ২দিন ক্লাস আশুতোষ, বঙ্গবাসী, সুরেন্দ্রনাথ, বাসন্তীদেবী তে। যাদবপুর, কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তরের নবাগতদের অফলাইন ক্লাস শুরু হল না মঙ্গল বার।
বঙ্গবাসীতে শুধু অনার্সের অফলাইন ক্লাস শুরু হচ্ছে। আশুতোষ (Asutosh College) কলেজে প্রবেশানুমতি মিলছে ডবল ভ্যাকসিনের সার্টিফিকেট থাকলেই। নূন্যতম একটি ডোজের ভ্যাকসিন সার্টিফিকেট দেখাতে হচ্ছে স্কটিশ চার্চ ও বঙ্গবাসীর মতো কলেজগুলোতে। তবে, কবে, কাদের ক্লাস তা সংশ্লিষ্ট বিভাগের হাতেই ছেড়েছে প্রেসিডেন্সি (Presidency University) ও যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University)।
উল্লেখ্য, দীর্ঘদিন বাদে আজ খুলল স্কুল। তবে আপাতত নবম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস শুরু হল। মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর, নবম ও একাদশের ক্লাস শুরু হবে সকাল ১০টায়। দশম ও দ্বাদশের ক্লাস সকাল ১১টায় শুরু হবে।