প্রথম ম্যাচে অবিশ্বাস্য জয়। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) পর আজ আইপিএলে (IPL) কলকাতা নাইট রাইডার্সের (KKR) সামনে মুম্বই ইন্ডিয়ান্স (MI)। টিমে ফিরছেন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)।
টুর্নামেন্ট শুরু হওয়ার পর প্রথম ম্যাচেই আরসিবিকে সহজে হারায় কেকেআর। নেট রানরেটও অনেকটা বাড়ে মর্গান ব্রিগেডের। ভালো ফর্মে আছেন বোলার বরুণ চক্রবর্তী (Varun Chakravarty)। শুভমান গিল, ভেঙ্কটেশ আয়ারের ব্যাটিংও স্বস্তিতে রাখছে টিমকে। চেন্নাই সুপার কিংস (CSK) ম্যাচে হারতে হয়েছে। এমনিতে কেকেআরের বিরুদ্ধে মুম্বইয়ের রেকর্ড সব সময়ই ভালো। আজ হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) টিমে নেই। তবে কেকেআরের ব্যাটিং অর্ডার ভাঙতে রোহিতের ভরসা জসপ্রীত বুমরাহ (Bumrah) আর ট্রেন্ট বোল্ট (Trent Bolt)।
পয়েন্ট টেবিলে চার নম্বরে আছে মুম্বই ইন্ডিয়ান্স। কেকেআর আছে ছয় নম্বরে। কলকাতার অধিনায়ক ইয়ন মর্গান (Morgan) আরসিবি ম্যাচের জয়ের মোমেন্টাম ধরে রাখতে চাইছেন। শেষ কয়েকটা ম্যাচ জিতে প্লে-অফে (Play-Off) সুযোগ করে নিতে চাইছে কেকেআর।