২০২০ এর প্রথম দফার লকডাউনের পর মেট্রো পরিষেবা চালু হওয়ার পর থেকেই বন্ধ টোকেন দেওয়া। একমাত্র স্মার্ট কার্ড থাকলেই যাতায়াতে অনুমতি দিচ্ছে কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ। পুজোর আগেই আসছে আরও ৬ লক্ষ স্মার্ট কার্ড। এবার পাকাপাকি ভাবেই সম্ভবত বন্ধ হবে টোকেন ব্যবস্থা। সেরকমই আভাস মিলছে মেট্রো কর্তৃপক্ষের বক্তব্যে। সংক্রমণের সম্ভাবনা কমাতে অদূর ভবিষ্যতে টোকেন চালু করার কোনও পরিকল্পনা নেই মেট্রোর।
মেট্রো সূত্রে খবর, কোনও যাত্রীকে স্মার্ট কার্ড কিনতে ন্যূনতম ১০০ টাকা দিতে হয়। ৬০ টাকা নেওয়া হয় কার্ডের সিকিউরিটি মানি হিসাবে। বাকি ৪০ টাকার বদলে যাত্রী পান ৪৪ টাকা ব্যালান্স। মেট্রো কর্তৃপক্ষের দাবি, এই টাকা ব্যবহার করে নিয়ে তারপর কার্ড জমা দিলে সেই জমা রাখা ৬০ টাকা ফেরৎ পেয়ে যাবেন যাত্রী।