করোনাকে হারিয়ে ক্রমশ ছন্দে ফিরছে শহর কলকাতা। ২০ নভেম্বর থেকে শনিবার ও রবিবারেও সাধারণ যাত্রীদের জন্য পাওয়া যাবে মেট্রো রেল পরিষেবা। শনিবার মেট্রো রেল কর্তৃপক্ষ এই ঘোষণা করেছে। যাত্রীদের করোনাবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
মেট্রো রেল কর্তৃপক্ষ আরও জানিয়েছে, ২০ নভেম্বর থেকে শনিবার সারাদিনে ২১৪টির বদলে চলবে ২০০টি মেট্রো। প্রথম ট্রেন ছাড়বে সকাল সাতটায়। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের উদ্দেশে শেষ ট্রেন ছাড়বে রাত ৯টা ১৮ মিনিটে। দমদম থেকে কবি সুভাষের উদ্দেশে শেষ ট্রেন ছাড়বে রাত সাড়ে ৯টায়। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের উদ্দেশে শেষ ট্রেন ছাড়বে রাত সাড়ে ৯টায়।
West Bengal Government: করোনাকালে 'ভাল কাজে'র স্বীকৃতি, স্কচ পুরস্কার
সকালে ও সন্ধেবেলা যখন বেশি ভিড় থাকে, সেই সময় সাত মিনিট অন্তর পাওয়া যাবে ট্রেন। রবিবার মেট্রোর সময়সূচিতে কোনও বদল হচ্ছে না। ইস্ট-ওয়েস্ট মেট্রো রেল পরিষেবায় কোনও বদল হচ্ছে না।